হাইকোর্টের অবকাশকালীন ১১ বেঞ্চে ৫১ ডেথ রেফারেন্স মামলা

0

লোকসমাজ ডেস্ক॥ অবকাশে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স এবং এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য মামলা নিষ্পত্তির জন্য ১১টি বেঞ্চ গঠন করা হয়েছে। এসব বেঞ্চে ৫১টি ডেথ রেফারেন্স মামলা তারিখ অনুযায়ী বণ্টন করা হয়েছে। কোন বেঞ্চে কোন মামলার বিচার হবে, তা নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ অবকাশকালীন বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (১০ মার্চ) এ সংক্রান্ত একটি কার্যতালিকা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রকাশিত তালিকা অনুযায়ী- বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চে পাঁচটি, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চে পাঁচটি, বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে চারটি, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চে পাঁচটি, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে চারটি, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে পাঁচটি, বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চে চারটি, বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চে পাঁচটি, বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে পাঁচটি, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের বেঞ্চে চারটি এবং এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চে পাঁচটি মামলার বিচার কাজ পরিচালিত হবে। হাইকোর্ট বিভাগে ফাঁসির আসামিদের মামলার স্তূপ জমে যাওয়ায় প্রধান বিচারপতি ডেথ রেফারেন্স মামলা বিচারের জন্য গত ৯ মার্চ ১১টি বেঞ্চ গঠন করেন। নিম্ন আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো ‘ডেথ রেফারেন্স’ মামলা হিসেবে পরিচিতি।