ছাত্রদল অচিরেই কঠোর কর্মসূচি দেবে: শ্যামল

0

লোকসমাজ ডেস্ক॥ সরকারের নানা দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, পেছনে যাওয়ার জায়গা নেই। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অচিরেই এ সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেবে। রোববার (৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে ছাত্রদলের উদ্যোগে ছাত্রসমাবেশে ইকবাল হোসেন শ্যামল এ কথা বলেন।ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে যে কোনো কঠোর কর্মসূচিতে অংশ নিতে হবে। আমাদেরই দায়িত্ব নিতে হবে এ অবৈধ সরকারকে হটানোর জন্য।ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, এ সরকারের পতন ছাড়া দেশে কোনো সমস্যার সমাধান হবে না। সেটা দ্রব্যমূল্যই হোক অথবা ভোটাধিকার বা সামাজিক ন্যায়বিচার। কোনো কিছুই সম্ভব না এ সরকারকে ক্ষমতায় রেখে। তিনি বলেন, আমাদের সব নেতাকর্মী মামলায় জর্জরিত, যতক্ষণ না এ অবৈধ ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের ওপর জুলুম-অত্যাচার চলতেই থাকবে। আমরা মুক্তি ও ন্যায়বিচার পাবো না।
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন ও সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।