চলাচল ও জলাবদ্ধতার ভোগান্তি নিরসনের দাবিতে অবস্থান ধর্মঘট মনিরামপুরে

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুর পৌরশহরে যশোর-সাতক্ষীরা মহাসড়ক প্রশস্তকরণ, সড়কের নিচ দিয়ে ক্রস ড্রেন নির্মাণপূর্বক হরিহর নদীর সাথে সংযোগ স্থাপন, যানজট নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের দাবিতে শনিবার অবস্থান ধর্মঘট পালন করা হয়।
মনিরামপুর বাজার উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে সকাল ১১ টায় পৌরশহরের কেন্দ্রীয় মসজিদের সামনে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগ্রাম কমিটির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনে লাভলু। বক্তব্য রাখেন বাজার উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক শ্রীবাস কুন্ডু, আশরাফ আলী মোল্যা, পৌর কাউন্সিলর মোহাম্মদ আজিম উপজেলা মহিলালীগের সভাপতি রীতা রানী পাড়ে, সাধারণ সম্পাদক আসমাতুন্নাহার প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অবস্থান ধর্মঘট থেকে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন, যশোর-সাতক্ষীরা মহাসড়ক প্রশস্তকরনের কাজ শুরু হলেও অদৃশ্য কারণে মনিরামপুর পৌরশহরের ধানবাজার থেকে কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত প্রশস্তকরণ করা হয়নি। ফলে পৌরশহরে সবসময় তীব্র যানজট লেগেই থাকে। এছাড়াও পরিকল্পিতভাবে মহাসড়কের নিচ দিয়ে ক্রসডেন নির্মাণপূর্বক হরিহর নদীর সাথে সংযুক্ত করা হলে শহরের বেশ কয়েকটি এলাকা স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে।