করোনা : যৌনপল্লীতে দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী বিতরণ

0

বাগেরহাট সংবাদদাতা ॥ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটের যৌনপল্লীর কার্যক্রম স্থগিত করার পর ওই পল্লীতে খাদ্য সংকট দেখা দেয়। এ অবস্থায় তাদের দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে যৌনকর্মীদের চাল, ডাল, তেল, আলু, লবণ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। এ সময় বাগেরহাট সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন, পৌর মহিলা লীগ নেত্রী ঝিমি মন্ডলসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ২৩ মার্চ বাগেরহাট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলা পরিষদের কর্মকর্তারা যৌথভাবে যৌনপল্লীর কর্মীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। যৌনপল্লীর সরদার নাসরিন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমরা সচেতন আছি। জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন আমাদের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য বলেন। আমাদের সকল কার্যক্রম আপাতত বন্ধ রেখেছি।