এসব করে কী লাভ!

0

লোকসমাজ ডেস্ক॥ অনেক হয়েছে। এগুলো বাদ দিয়ে তুমি অভিনয়ের চর্চা করো। চিত্রনায়িকা নিপুণকে উদ্দেশ্য করে এভাবেই বললেন চলচ্চিত্রের সিনিয়র অভিনেত্রী সুচরিতা। বুধবার রাতে শিল্পী সমিতির চেয়ারে বসে এমন আহ্বান জানান তিনি। পাশে সাধারণ সম্পাদকের চেয়ারে বসা জায়েদ খানের একটি আক্ষেপের রেশ ধরেই সুচরিতা কথাটি বললেন। তিনি বলেন, নিপুণ তো জায়েদ খানেরও হিরোইন। তাই নিপুণকে বড় বোনের আবদার নিয়ে বলি, এসব না করে তুমি নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করো। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো।
সেই সম্মানটা রাখো। অভিনয়ের চর্চাটা করো। অভিনয় ছেড়ে এসব করে কী লাভ? এদিকে সমিতিতে বসার আগে বুধবার বিকালে হাইকোর্টের রায় পেয়েই জায়েদ খান ছুটে যান বিএফডিসিতে সমিতির অফিসে। সঙ্গে ছিলেন সুচরিতা, অরুণা বিশ্বাসসহ অনেকেই। রাত ৮টায় সমিতির অদূরে জায়েদ খান সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন শেষে সুচরিতা ও অরুণা বিশ্বাসকে নিয়ে জায়েদ খান সমিতিতে প্রবেশ করেন। চেয়ারে বসেই জায়েদ খান বললেন, ‘আমি তো জোর করে চেয়ারে বসিনি। শিল্পীদের ভোটে নির্বাচিত হয়েছি। আদালত থেকেও রায় পেয়েছি। তবু আমাকে বারবার চাপে রাখার জন্য, হয়রানি করার জন্য অন্য সংগঠনকে ব্যবহার করা হয়েছে। ১৮ সংগঠন আছে, সমিতির উন্নয়নে কাজ করার কথা। কিন্তু তারা করেনি। কেন আমাকেই টার্গেট করা হয়েছে জানি না।’