সব কিছু যেন থমকে আছে -ঝিলিক

0

লোকসমাজ ডেস্ক॥ চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগীতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক। এ আসরের পর থেকেই নিয়মিত গান করে যাচ্ছেন। অডিও অ্যালবামের পাশাপাশি করছেন চলচ্চিত্রের গানও। স্টেজেও বছরজুড়ে ব্যস্ত থাকেন ঝিলিক। তবে করোনার প্রাদুর্ভাবের পর থেকে আর স্টেজ শো করছেন না তিনি। আগের তুলনায় শো আয়োজন কম হচ্ছে। তবে নিরাপত্তার কারণে সেসব শোতেও অংশ নেননি তিনি। স্টেজ ছাড়া অনেক দিন? কেমন লাগে? ঝিলিক বলেন, আমরা যারা স্টেজে নিয়মিত কাজ করি তাদের জন্য এত লম্বা সময় ধরে শো না করাটা কষ্টের একটি ব্যাপার।
কারণ স্টেজ একজন শিল্পীর প্রাণ। আমি বছরজুড়েই কম বেশি স্টেজ শো করতাম করোনার আগে। তবে করোনা পরিস্থিতি সব এলোমেলো করে দিয়েছে। শো আয়োজনই হচ্ছে খুব কম। স্টেজ খুব মিস করছি। আশা করবো দ্রুতই এ অবস্থার অবসান হবে। আমার আগের মতো সরব হবে সংগীতাঙ্গন। এদিকে স্টেজ শো না করলেও নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ঝিলিক। গত বছর তার কয়েকটি গান ভিডিওসহ প্রকাশ হয়েছে। চলতি বছরের শুরুতেও একই অবস্থা। নতুন চার-পাঁচটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। এরমধ্যে তিনটি গান দ্রুতই ভিডিওসহ প্রকাশ হবে বলে জানালেন। ঝিলিক বলেন, এইচ এম ভয়েস ও রঙ্গন মিউজিকের দুটো গান করেছি। এগুলো ভিডিওর কাজও শেষ। এগুলোসহ বেশ কিছু গান প্রকাশ হবে সামনে। ভালো মানের কিছু গান করার চেষ্টা করছি। আশা করছি বছরজুড়েই ভালো কিছু গান শ্রোতারা পাবেন। ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? ঝিলিক বলেন, সব কিছু যেন থমকে আছে। কারণ করোনার পর এখনও আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। সংগীতাঙ্গনের অবস্থাও তেমন। স্টেজ শো হচ্ছে না, গানও আগের তুলনায় কম প্রকাশ হচ্ছে। সিনেমাও কম হচ্ছে, তাই প্লেব্যাকও কম। তবে আমি আশাবাদী। ভ্যাকসিন তো এরইমধ্যে চলে এসেছে। আশা করছি কয়েক মাসের মধ্যেই অবস্থার উন্নতি হবে। আবার সব কিছু আগের মতো হবে।