গুঞ্জনের অবসান: সিয়ামের ‘রাক্ষস’-এর নায়িকা হচ্ছেন ‘প্রিয়তমা’-খ্যাত ইধিকা পাল

0
সিয়াম আহমেদ ও ইধিকা পাল ।। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক ॥  ঢালিউডের জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ তাঁর নতুন সিনেমা ‘রাক্ষস’-এর প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি তিনি রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ সিনেমার শুটিং শেষ করেছেন। বেশ কিছুদিন ধরে সিয়ামের বিপরীতে ‘রাক্ষস’ সিনেমায় কে অভিনয় করবেন, তা নিয়ে গুঞ্জন চললেও অবশেষে সেই জল্পনার অবসান হলো। গতকাল প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, এই ছবিতে সিয়ামের নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

ইধিকা পাল বাংলাদেশের দর্শকের কাছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবির মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। ছবিটি তাঁকে দ্রুতই আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। এর আগে একবার তামিম রহমান পরিচালিত ‘সিকান্দার’ ছবিতে সিয়াম-ইধিকা জুটির কাজ করার খবর শোনা গেলেও সেটি আর আলোর মুখ দেখেনি। তাই এবার ‘রাক্ষস’-এর মাধ্যমে এই জুটির পর্দায় আসা নিয়ে দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই ইধিকার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই ঢাকায় শুরু হবে ‘রাক্ষস’ ছবির শুটিং। দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও কিছু অংশের চিত্রায়ণ হবে।

প্রযোজনা প্রতিষ্ঠান আরও জানিয়েছে, মেহেদী হাসান পরিচালিত এই ছবিতে অ্যাকশন, ক্রাইম-ড্রামা ও রোমান্সের মিশ্রণ থাকবে। পরিচালক আধুনিক অ্যাকশন ও আন্তর্জাতিক লোকেশন ব্যবহার করে ছবিটি তার পূর্বের কাজগুলোকে ছাড়িয়ে যাবে বলে আশা করছেন।

সিয়াম আহমেদ ‘পোড়ামন ২’ দিয়ে শুরু করে অ্যাকশন, রোমান্স, কনটেন্ট-ড্রিভেন—সব ঘরানার সিনেমাতেই নিজেকে প্রমাণ করেছেন। অন্যদিকে, ইধিকা পাল শাকিব খানের বাইরে শরীফুল রাজ ও কলকাতার দেবের সঙ্গেও কাজ করে ভারত ও বাংলাদেশে নিজের জনপ্রিয়তা বাড়াচ্ছেন।

নির্মাতারা আশা করছেন, সিয়াম ও ইধিকার নতুন এই রসায়ন আগামী ঈদুল ফিতরের অন্যতম বড় চমক হতে পারে।

সূত্র: প্রথম আলো