অভিষেক বিশ্বকাপের অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা

0

লোকসমাজ ডেস্ক॥ শুক্রবার থেকে মাঠে গড়িয়েছে আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ। মাউন্ট মঙ্গানুইতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে বাংলাদেশের মেয়েরাও। তাদের অভিষেক হতে চলেছে। ডানেডিনে শনিবার ভোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে নিগার সুলতানা জ্যোতিদের। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ধারে-ভারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকছে প্রোটিয়া মেয়েরা। তবে বাংলাদেশের মূল শক্তির জায়গা বোলিং। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘সবশেষ দুটি প্রস্তুতি ম্যাচে পেসাররা কিন্তু অসম্ভব ভালো বল করেছে। কেউ শুরুটা ভালো না পেলেও শেষে ও মাঝে চেষ্টা করেছে পুষিয়ে দিতে। পেস বোলিং ইউনিট যেটা আছে, আমার দলের জন্য এটা সম্পদ। আমার ও সবার বিশ্বাস, মূল ম্যাচগুলোতেও তারা তাদের পারফরম্যান্স ধরে রাখতে পারবে। সুনির্দিষ্ট করে বললে, রিতু মনি ধারাবাহিকভাবে ভালো বোলিং করে যাচ্ছে। তার প্রতি দলের আস্থা আছে। জাহানারা আলম অবশ্যই নতুন বলে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন।’ প্রস্তুতি ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ ইংল্যান্ড ও পাকিস্তানের সাথে। ইংলিশদের বিরুদ্ধে ম্যাচে জাহানারা চোট পেয়েছিলেন। তবে তার খেলা নিয়ে সংশয় নেই।
অধিনায়কের ধারণা, প্রতিপক্ষকে চমকে দিতে পারেন বাঁহাতি এই পেসার। তিনি বলেন, ‘তরুণদের মধ্যে সবশেষ ম্যাচে ফারিহা তৃষ্ণা অসম্ভব ভালো বোলিং করেছে। ক্রিকেট বিশ্বের কাছে সে একদম অদেখা। তবে খুবই প্রতিভাবান বোলার। এই টুর্নামেন্টে তাকে কাজে লাগাতে পারলে আমাদের জন্য কার্যকর হবে।’ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৭ মার্চ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ১৪ মার্চ শক্তিশালী পাকিস্তানের মোকাবেলা করবে নিগার সুলতানা শিবির। ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা খেলবে ২২ মার্চ। ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ ও ২৫ মার্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রয়েছে বাংলাদেশের ম্যাচ। সেমিফাইনালের দুই ম্যাচ হবে ৩০ ও ৩১ মার্চ। ফাইনাল মাঠে গড়াবে ৩ এপ্রিল। এই তিন ম্যাচের জন্য থাকবে রিজার্ভ ডে। দ্বিতীয়বারের মতো নারীদের বিশ্বকাপে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। দুটি করে রিভিউ পাওয়া যাবে প্রতি ইনিংসে। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ১ দশমিক ৩২ মিলিয়ন ডলার। ২০১৭ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পাওয়া অর্থের দ্বিগুণ। সব মিলিয়ে প্রাইজ মানি এবার বেড়েছে ৭৫ শতাংশ। রানার আপ ৬ লাখ ডলার, সেমিফাইনালের হেরে যাওয়া দুই দল ৩ লাখ ডলার ও বাকি দলগুলো ৭০ হাজার ডলার করে পাবে।