যশোরে আদালতের বারান্দা থেকে সন্ত্রাসী আলামিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের বারান্দা থেকে রোববার দুপুরে সাদা পোশাকে কতিপয় ব্যক্তি চিহ্নিত সন্ত্রাসী আলামিনকে তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। হ্যান্ডকাপ পরিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন তার স্ত্রী শিলা খাতুন। জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ নুর মোহাম্মদ আলী রেজা সাংবাদিকদের বলেছেন, ঘটনাটি আদালতকে অবহিত করা হয়েছে।
সন্ত্রাসী আলামিন শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার রইচ উদ্দীন মোল্লার ছেলে।
স্ত্রী শিলা খাতুন বলেন, তার স্বামী আলামিন পেশায় রিকশাচালক। একটি মারামারি মামলায় তার স্বামী আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন। স্বামীর সাথে তিনিও আদালতে আসেন। তৃতীয়তলায় তখন আদালতের কার্যক্রম চলছিলো। তারা আদালতের সামনের বারান্দায় অপেক্ষার এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে আলামিন বাথরুমে যাওয়ার জন্য নিচতলায় যান। সিঁড়ি থেকে নিচে নামতেই সাদা পোশাকে আচমকা ৪ ব্যক্তি এসে তার স্বামীকে হ্যান্ডকাপ পরিয়ে বাইরে যান। এরপর তার স্বামীকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। শিলা খাতুন জানতে চাইলে তারা তাকে জানান, আলামিনের বিরুদ্ধে মামলার ওয়ারেন্ট রয়েছে।
আলামিনের আইনজীবী ইমদাদুল হক ইমদাদ সাংবাদিকদের বলেন, আলামিনকে সাদা পোশাকে উঠিয়ে নেওয়ার ঘটনাটি তিনি তাৎক্ষণিক জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে অবহিত করা হয়েছে। একই সাথে কোতয়ালি কোর্ট জিআরও বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ নুর মোহাম্মদ আলী রেজা এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ঘটনাটি জানার পর তারা আদালতকে অবহিত করেছেন। কোতয়ালি থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম জানান, এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই। উল্লেখ্য, আলামিন একজন চিহ্নিত সন্ত্রাসী। বহু অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তিনি জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।