যশোর যুবককে হাতুড়িপেটা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া বাজারে মনিরুজ্জামান (৩৩) নামে এক যুবককে হাতুড়িপেটা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মনিরুজ্জামানের বাড়ি ওই গ্রামে। পিতা মৃত হারুন অর রশিদ। মনিরুজ্জামান বলছেন, “আলোর দিশারী” নামে ফেসবুকে একটি আইডি আছে। ওই আইডিতে একই গ্রামের বজলুর রহমানের পুত্র পিয়ালের নিয়ে আপত্তিকর বাক্য রয়েছে। পিয়াল ওই আইডি মনিরুজ্জামানের সন্দেহ করে তার প্রতিশোধ নেয়ার চেষ্টা চালায়। গতকাল (মঙ্গলবার) সকাল ১০টার দিকে ঘুরুলিয়া বাজারে চা পান করছিলেন। মনিরুজ্জামান এ সময় পিয়াল পেছন থেকে হাতুড়ি দিয়ে মনিরুজ্জামানের মাথায় আঘাত করে। এতে মনিরুজ্জামান গুরুতর আহত হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।