সনাতন শাস্ত্রীয় আইন পরিবর্তন না করার দাবি

0

লোকসমাজ ডেস্ক॥ সনাতন শাস্ত্রীয় আইন পরিবর্তন না করার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানিয়েছে সংগঠনটি। বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দীপংকর শিকদার দিপুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—ইসকনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক চারু চন্দ্র ব্রক্ষ্মচারী, অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস, অ্যাডভোকেট জে কে পাল ও শংকর চন্দ্র দাস, হিন্দু পরিষদের সিনিয়র সহ-সভাপতি অনুপ কুমার দত্ত, প্রীতিভূষণ ভট্টাচার্য্য, সুশান্ত বর্মণ, সাধারণ সম্পাদক সাজন মিশ্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র অ্যাডভোকেট সুমন কুমার রায়, বাসুদেব গুহ প্রমুখ। সংগঠনের নেতারা বলেছেন, ‘যুগ যুগ ধরে শাস্ত্রীয় বিধানের ঐশীবন্ধনে হিন্দু পরিবারগুলো শান্তিময়-ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। কতিপয় এনজিও ও একটি বিশেষ মহলের কারসাজিতে তা বিনষ্ট এবং বাংলাদেশকে অচিরেই হিন্দুশূন্য করার ষড়যন্ত্র হচ্ছে।’ সনাতনী সমাজের ক্ষতি হয়, এমন কোনো আইন পাস না করার জন্য বিচারক ও সরকারের সুদৃষ্টি কামনা করেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।