ক্রীড়া সংগঠক শামস্-উল-হুদার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

0

স্পোর্টস রিপোর্টার ॥ দেশবরেণ্য ক্রীড়া সংগঠক যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শামস্-উল-হুদার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর শহরতলীর হামিদপুরে তারই নামে প্রতিষ্ঠিত শামস্-উল-হুদা ফুটবল একাডেমির আয়োজনে গতকাল বুধবার বাদআছর একাডেমি মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- একাডেমির পরিচালক (প্রশাসন) শেখ শামস্-উল-হুদা বারী শিমুল, সদস্য সচিব মাসুদুর রহমান টনি, প্রশিক্ষক মাহফুজুর রহমান, হামিদপুর আল হেরা কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম। স্থানীয় ক্রীড়া সংগঠক মোফাজ্জেল হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।