একুশ আমার অহঙ্কার

0

স্টাফ রিপোর্টার॥ ৮ ফেব্রুয়ারি ১৯৫২ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি বাংলা ভাষাভাষি মানুষের প্রাণের দাবি হয়ে ওঠে। পূর্ববাংলার সকল মানুষের মুখে মুখে প্রচার হতে থাকে মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার শ্লোগান। কিন্তু গণমানুষের এ শ্লোগান প্রকাশ করতে গিয়ে বাধাগ্রস্ত হয়ে পড়ে সংবাদপত্রগুলো। পাকিস্তানি শাসকদের প্রচন্ড চাপের কারণে সংবাদপত্রগুলো আন্দোলনের সংবাদগুলো ব্যাপকভাবে প্রকাশ করতে ব্যর্থ হয়। তারপরও কয়েকটি খবরের কাগজ বাধা উপেক্ষা করে ভাষা আন্দোলনের সংবাদ প্রকাশ করতে থাকে। এর মধ্যে মাওলানা আকরাম খাঁন, দৈনিক আজাদ ও মোহাম্মদ মোদাব্বের সম্পাদিত দৈনিক মিল্লাত পত্রিকায় ধারাবাহিকভাবে ভাষা আন্দোলনের খবর প্রকাশ হতে থাকে। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন পাকিস্তানি প্রশাসকেরা। তারা সংবাদ প্রকাশের হস্তক্ষেপ করেন।