আরো ১৬ রোগী শনাক্ত: যশোর সংক্রমণ বাড়লেও মাস্ক ব্যবহারে সচেতনতা নেই, অকার্যকর

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে আরো ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ২৫ জন। নতুন করে করোনা সংক্রমণ বাড়লেও মাস্ক ব্যবহার নিশ্চিতে প্রশাসনের কোন উদ্যোগে নেই। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষিত ওই নমুনায় ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে যশোরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন, ২২ হাজার ২৫ জন। মৃত্যুবরণ করেছেন ৫শ ১৭ জন। এ মৃত্যুর সংখ্যা গত বছরের। চলতি বছর কোন করোনা রোগীর নতুন করে ক্রমান্বয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ওমিক্রনের সন্ধান মিলেছে। এ কারণে জেলা স্বাস্থ্য বিভাগসহ প্রশাসনে নতুন করে উদ্বেগের সৃৃষ্টি হয়েছে। স্বাস্থ্যবিধি পালন করার অংশ হিসেবে সকলকে মাস্ক ব্যবহার করার সিদ্ধান্ত জেলা করোনা কমিটির সভায় গ্রহণ করা হলেও মাঠ পর্যায়ে বাস্তবায়নে প্রশাসনিক কোন পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। মাস্ক হচ্ছে করোনা থেকে মুক্ত থাকার প্রধান উপায়। করোনা প্রতিরোধে টিকা নেয়ার পাশাপাশি মাস্ক ব্যবহারের জন্যে গুরুত্বারোপ করা হচ্ছে। এর কোন বিকল্প নেই। এ কার্যক্রম বাস্তবায়ন করার দায়িত্ব প্রশাসনের। তাদের নিরবতার কারণে রাস্তায় মাস্ক না পরে চলাফেরা করছেন অসংখ্য মানুষ। এ কারণে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ার আশক্সক্ষা রয়েছে।