যশোরে করোনার নমুনা সংগ্রহের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা

0

স্টাপ রিপোর্টার॥ করোনার নমুনা সংগ্রহের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহরিয়ার হাসান সজিব (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। গতকাল এই মামলা করেন তিনি। সজিব শহরের নতুন খয়েরতলা গাজীরঘাট সড়কের মিতালী আবাসিক এলাকার আব্দুস সাত্তারের ছেলে। শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের আরমান শফি হিমেলের বাড়ির ভাড়াটিয়া তানিয়া ইয়াসমিন (৪৩) দায়েরকরা এজাহারে উল্লেখ করা হয়েছে, শাহরিয়ার হাসান সজিব গত ৪ জানুয়ারি তার ঘোপের ভাড়াবাড়িতে এসে করোনার নমুনা সংগ্রহ করেন। এ সময় সজিব বলেন ৭২ ঘন্টার মধ্যে মোবাইল ফোনে মেসেজ পৌঁছে যাবে। তিনি কোনো মেসেজ না পেয়ে সাজিবকে ফোন করেন। সে সময় সজিব নানা তালবাহানা করে। এক পর্যায়ে গত ১০ জানুয়ারি সজিব একটি সার্টিফিকেট দেন। সেটি দেখে তার সন্দেহ হয়। তিনি সার্টিফিকেটটি সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর আবু দাউদকে দেখান। ডাক্তার সেটি ভুয়া বলে জানান। এ সময় তাকে জানানো হয়, তানিয়ার কোনো রিপোর্ট স্বাস্থ্য বিভাগের রেজিস্ট্রারে অন্তর্র্ভুক্ত হয়নি। এ অবস্থায় তিনি সন্দেহ করেন শাহরিয়ার ভুয়া তথ্য এবং নমুনা সংগ্রহ করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন এবং এই বিষয়ে কোতয়ালি থানায় মামলা করেন।