আমিনুল কামাল রুমি স্মরণে শোকসভা

0

স্টাফ রির্পোটার॥ গতিশীল রাজনৈতিক সংস্কৃতির ধারক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির প্রয়াত সভাপতি আমিনুল কামাল রুমির স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে যশোরে। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত শোকসভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রগতিশীল রাজনীতিতে আমিনুল কামাল রুমির অবদান অনস্বীকার্য। দীর্ঘ ৫২ বছর রাজনীতির সাথে জড়িত থেকে সমাজ ও দেশ বিনির্মাণে ভূমিকা রেখেছেন তিনি। তার মৃত্যুতে প্রগতিশীল রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়েছে।
আয়োজক কমিটির আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অধ্যাপক পাভেল চৌধুরী, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ,অ্যাডভোকেট শহীদ আনোয়ার, অধ্যাপক আফসার আলী, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, গাজী ফরিদ, সাফায়েত বুলবুল কামাল দিব্যক, সাম্যবাদী আন্দোলনের সংগঠক উজ্জ্বল বিশ্বাস, সুরধনী যশোরের সভাপতি হারুন অর রশীদ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোরের সভাপতি নাজিম উদ্দীন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক বেনজীন খান প্রমুখ।
শোকসভা সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর মারা যান আমিনুল কামাল রুমি।