খুলনা মহানগর বিএনপিকে অভিনন্দন শ্রমিক দলের

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ নবগঠিত খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছে মহানগর শ্রমিক দল। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শ্রমিক দলের সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, শ্রমিক দলের সহ-সভাপতি শেখ সিদ্দিকুর রহমান এর মায়ের রুহের মাগফিরাত এবং অসুস্থ শ্রমিক নেতা সরদার আরব আলী ও জাহাঙ্গীরের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মহানগর শ্রমিক দলের সভাপতি আঃ রহিম বক্স দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, শেখ সিদ্দিকুর রহমান, আবু বক্কার সিদ্দিক, সৈয়দ আনোয়ার হোসেন, দীন মোহাম্মদ, আযম সরোয়ার, জিএম মাহবুবুর রহমান, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম শফি, আবুল হাসান, সোহেল হাওলাদার, বাবুল হাজী, জামান চৌধুরী, ইব্রাহীম খলিলুল্লাহ মাসুদ, আবু তালেব, আঃ গফুর মোল্লা, শাহেব আলী, সেলিম হোসেন মন্টু, বাদল হাওলাদার, মো: দুলাল, মোঃ ইসলাম, কবির ফরাজি, মিজান, মন্টু মোল্লা, মোঃ জামাল কাজী, আব্দুল হালিম প্রমূখ। সভা থেকে সকল বন্ধ পাটকল সরকারী মালিকানায় চালু এবং সমুদয় বকেয়া পরিশোধের দাবী জানানো হয়।