বোর্ড বৃত্তিতে উপজেলা পর্যায়ে ঝিকরগাছা বিএম হাইস্কুল প্রথম

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ২০২১ সালের এসএসসি পরীক্ষায় বোর্ড বৃত্তিতে উপজেলা পর্যায়ে ঝিকরগাছা বিএম হাইস্কুলের শিক্ষার্থীরা প্রথম হয়েছে। বিদ্যালয় থেকে এ বছর ৩ জন ট্যালেন্টপুলে ও ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। এ ছাড়া এই বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী দিব্ব অধিকারী বিজ্ঞান শাখায় ১১৫০ নাম্বারের মধ্যে ১০৯৫ নাম্বার পেয়ে যশোর জেলায় মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে এবং ৩জন শিক্ষার্থী নটেরডম কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এর আগে গত ৬ জানুয়ারি ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান প্রজেক্টে প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ঝিকরগাছা বিএম হাইস্কুলের শিক্ষার্থীরা ৩টি ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া গত ২২ জানুয়ারি উপজেলা পর্যায়ে আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। ঝিকরগাছা বিএম হাইস্কুলের ধারাবাহিক এই সাফল্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস সামাদ।