ঝিকরগাছায় আলিনা জুট মিলস্ লিমিটেডে অগ্নিকান্ড

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় আলিনা জুট মিলস্ লিমিটেডে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এসময় শ্রমিক, ম্যাকানিক ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানাগেছে, বুধবার সকাল ৯টার দিকে ঝিকরগাছার সাগরপুর গ্রামে অবস্থিত আলিনা জুট মিলস্ লিমিটেডের ২নং ইউনিটে একটি মটর বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সময়ের মধ্যে মিলে আগুন ছড়িয়ে পড়ে। এসময় মিলের মধ্যে গ্যাস ও পানি দিয়ে কর্মরত শ্রমিকরা আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছায়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে যশোরের আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। ততক্ষণে মিলের হ্যাসিয়ান ক্লাথ, বেশ কয়েকটি ম্যাশিনসহ অনেক জিনিষপত্র পুড়ে যায়। কর্মরক শ্রমিকরা কিছু হ্যাসিয়ান ক্লাথ উদ্ধার করে। মিলের ফ্লোর সুপারভাইজার জয়নাব আক্তার নীলা ও ব্যবস্থাপক মাহাফুজুল ইসলাম জানান, সকালে মিলের একটি মটর বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যে মিলের সমস্ত যায়গায় আগুন ছড়িয়ে পড়ে। তখন শ্রমিকরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। কিছু শ্রমিক ও ম্যাকানিকরা মিলের মধ্যে গ্যাস ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে পাশের খাল থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝিকরগাছা ফায়ার সার্ভিস এন্ড সির্ভিল ডিফেন্স কর্মকর্তা নয়ন বাবু চৌধুরী বলেন, তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে মিল কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমান জানাবেন।