নানা আয়োজনে সাংবাদিক শামছুর রহমানের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক জনকন্ঠের বিশেষ প্রতিনিধি সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যাকাণ্ডের ২৩তম বার্ষিকীতে যশোরে নানা কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৬ জুলাই) এ উপলক্ষ্যে দিনব্যাপী যশোরে সাংবাদিকদের সংগঠনগুলো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিলো শোকসভা, দোয়া মাহফিল, কালো ব্যাজধারণ ও মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন। পৃথক শোকসভায় ২৩ বছরেও শামছুর রহমান হত্যার বিচার না হওয়ায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।
কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে কালো ব্যাজধারণ করেন সাংবাদিকরা। পরে দুপুর সাড়ে ১১ টার দিকে যশোর কারবালা কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শ্রদ্ধা নিবেদন করে প্রেস ক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসেসিয়েশন, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক কল্যাণ, দৈনিক স্পন্দন, দৈনিক রানার। বেলা ১২ টায় প্রেস ক্লাব যশোরের আয়োজনে ক্লাব মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকসভায় প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেস ক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ দৌলা মিথুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো. আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটো জার্নালিস্ট অ্যাসেসিয়েশনের সভাপতি গোপিনাথ দাস, সাধারণ সম্পাদক এমআর খান মিলন প্রমুখ
এছাড়া বেলা সাড়ে ১২ টায় যশোর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রেস ক্লাবের দ্বিতীয় তলা মিলনায়তনে পৃথক শোকসভার আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেস ক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক শামছুর রহমানের ভাই সাজেদ রহমান প্রমুখ।
শোকসভায় সাংবাদিক শামছুর রহমানের হত্যার দ্রুত বিচার নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।