চৌগাছায় তিন পরীক্ষার্থীসহ একদিনে ছয়জনের আত্মহত্যার চেষ্টা

0

এম এ রহিম চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় একদিনে ছয়জন আত্মহত্যার চেষ্টা করেছে। আত্মহত্যা চেষ্টাকারীদের তিনজন এসএসসি পরীক্ষায় ফেল করে আত্মহত্যার চেষ্টা করেছে। অন্যরা পারিবারিক কলোহের কারণে আত্মহত্যার চেষ্টা করেছে বলে তাদের পারিবারিক সূত্রে জানাগেছে। বৃহ¯পতিবার আত্মহত্যার চেষ্টা করলে স্বজনরা তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষায় ফেল করায় তারপিন পান করে আল-আমিন হোসেন (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টাকরে। সে উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের উজিরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং আমজামতলা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলো। জাহিদ হাসান ইমন (১৭) পরীক্ষায় ফেল করায় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। সে উপজেলার কুটালীপুর গ্রামের কবির হোসেনের ছেলে ও সলুয়া মাধ্যামিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিয়ে ছিলো। পরীক্ষায় ফেল করায় নাহিদ হাসান ( ১৬) কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। সে কয়ারপাড়া গ্রামের বাবলুর রহমানের ছেলে ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। এছাড়া নারায়নপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের বছির উদ্দীনের ছেলে সজিব হোসেন (২৫), এবং বেড়গোবিন্দুর গ্রামের ওয়াহিদুল ইসলামের মেয়ে তন্নি খাতুন (২০) ও একই গ্রামের আনিছুর রহমানের ছেলে নাঈম হোসেন (২১) পারিবারিক কলোহের কারণে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে তাদের পারিবারিক সূত্রে জানাগেছে।
হাসপাতালে সাংবাদিকদের কাছে আল-আমিনের বাবা জানান, বৃহ¯পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আলামিন জানতে পারে সে একবিষয়ে ফেল করেছে। এতে লোক লজ্জার ভয়ে সে তারপিন পান করে আত্মহত্যার চেষ্টা করে। সজিবের মা ছকিনা বেগম জানান, সজিব একবছর অগে বিয়ে করেছে। এখন সজিবের স্ত্রী সজিবের কাছে আসতে চাইছে না। এতে অভিমান করে কিটনাশক পান করে। বিষয়টি বুঝতে পেরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তন্নি খাতুন পারিবারিক কলহের কারণে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করা হয়। চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, আত্মহত্যার চেষ্টায় যারা ভর্তি রয়েছে তারা এখন শঙ্কামুক্ত।