নতুন শেয়ারে ৩০ কার্যদিবস মার্জিন ঋণ বন্ধ

0

লোকসমাজ ডেস্ক॥ শেয়ার বাজারে তালিকাভুক্ত নতুন কোম্পানির ক্ষেত্রে প্রথম ৩০ কার্যদিবস মার্জিন ঋণ সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোববার (২৬ ডিসেম্বর) বিএসইসির ৮০৪তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোনো সিকিউরিটি কেনার জন্য মার্জিন ঋণ দেওয়া যাবে না। স্টক এক্সচেঞ্জে নতুন তালিকাভুক্ত কোনো সিকিউরিটি কেনার জন্য তা তালিকাভুক্তির তারিখ থেকে প্রথম ৩০ ট্রেডিং দিবস কোনো মার্জিন ঋণ দেওয়া যাবে না। ‘জেড’ ক্যাটাগরির সিকিউরিটি ছাড়া বিদ্যমান কোনো তালিকাভুক্ত সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে মার্জিন ঋণ দেওয়ায় কোনো বাধা থাকবে না। তবে শর্ত থাকে যে, তালিকাভুক্ত কোনো সিকিউরিটি ‘জেড’ ক্যাটাগরি থেকে উচ্চতর কোনো ক্যাটাগরিতে পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তনের তারিখ থেকে প্রথম সাত ট্রেডিং দিবস পর্যন্ত ওই সিকিউরিটি কেনার জন্য মার্জিন ঋণ দেওয়া যাবে না।