ভরণপোষণ না দেওয়ায় মেয়ের বিরুদ্ধে মায়ের মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মণিরামপুরে ভরণপোষণ না দেওয়ায় বৃহস্পতিবার মেয়ের বিরুদ্ধে মামলা করেছেন আকলিমা বেগম নামে এক নারী। তিনি মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের মৃত শের আলী মোড়লের স্ত্রী। যশোরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামির নাম কাজল রেখা। তিনি একই উপজেলার চান্দুয়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী এবং মামলার বাদী আকলিমা বেগমের মেয়ে। মামলার বিবরণে জানা গেছে, আকলিমা বেগম কর্মহীন বয়স্ক নারী। আসামি কাজল রেখা তার দায়িত্বহীন সন্তান। আকলিমা বেগমের স্বামীর মৃত্যুর পর আসামি কাজল রেখা ওয়ারেশ সূত্রে প্রচুর সম্পত্তির মালিক হন। এরপর আসামি কাজল রেখা তার মা আকলিমা বেগমের সম্পত্তি তাকে দিয়ে দিতে বলেন। সারাজীবন তার ভরণপোষণ ও দেখাশুনা করবেন বলে তার মেয়ে অঙ্গীকার করেন । কাজল রেখার কথায় বিশ্বাস করে আকলিমা বেগম তার কিছু সম্পত্তি মেয়ের নামে লিখে দেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই কাজল রেখা তার মায়ের খোঁজখবর নেওয়া বন্ধ করে দেন। এ কারণে সামান্য জমি বন্ধক রেখে কোনোরকম জীবনযাপন করতে থাকেন আকলিমা বেগম। এরই মধ্যে কাজল রেখা তার মায়ের ভরণপোষণ না দিয়ে উল্টো জমি বিক্রির ষড়যন্ত্র করছেন। ফলে মায়ের সম্পত্তি নেওয়ার পরও তাকে ভরণপোষণ না দেওয়ায় আদালতের আশ্রয় নিয়েছেন আকলিমা বেগম।