যশোরে রাকিব হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৯ কিশোর আটক, রক্তমাখা চাকু উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বকচর হুশতলায় রাকিব সরদার হত্যাকা-ে জড়িত অভিযোগে এজাহারভুক্ত আসামিসহ কিশোর গ্যাং’র ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব-৬। গত বুধবার যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া হত্যাকা-ে ব্যবহৃত রক্তমাখা ১টি বার্মিজ চাকু, ২টি রামদা ও ১টি পাইপ উদ্ধার করা হয়েছে। আটক কিশোর গ্যাং’র সদস্যরা হলো-সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে বর্তমানে যশোর শহরের নাজির শংকরপুরের বাসিন্দা মানিক (২০), মনিরামপুর উপজেলার কামালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে বর্তমানে যশোর শহরের সিটি কলেজপাড়া বউবাজার ৩ নম্বর কলোনির বাসিন্দা আজিজুল হোসেন ওরফে হিটার আজিজ, একই এলাকার সাজ্জাদুল ইসলাম জনির ছেলে বাঁধন (১৯), নীলগঞ্জ তাঁতীপাড়ার আকরাম শেখের ছেলে ইমন শেখ ওরফে শ্যুটার ইমন (২১), রেল রোড চারখাম্বার মোড় এলাকার দিলীপ নায়েকের ছেলে অনিন্দ্র নায়েক দেবা (২০), আশ্রম রোডের বাবু মীরের ছেলে ইসা মীর (১৯), মুড়লি মোড়ের জলিল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (১৯), নীলগঞ্জের মৃত রাজ্জাক মুন্সীর ছেলে সোহাগ মুন্সী (২০) ও শহরতলীর ঝুমঝুমপুরের কবির হোসেনের ছেলে ইশান হোসেন (১৮)।

এর মধ্যে শ্যুটার ইমন মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া ঘটনার সাথে জড়িত অন্যদের আটকে অভিযানঅব্যাহত রয়েছে বলে র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রটি জানিয়েছে। সূত্র জানায়, র‌্যাব বকচর হুশতলার ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত ২টি ধারালো রামদা, ১টি পাইপ ও আটক হিটার আজিজের বাড়ি থেকে রক্তমাখা ১টি বার্মিজ চাকু উদ্ধার করেছে। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় বকচর হুশতলা কবরস্থান রোডের বিশের মোড়ের জনৈক শহিদুল ইসলামের চটপটির দোকানের সামনে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত হন রাকিব সরদার। তিনি একই এলাকার মৃত আব্দুর রহমান লিটুর ছেলে। বকচর এলাকার বিভিন্ন ভাঙ্গাড়ির দোকানে তিনি লেবারের কাজ করতেন। হত্যার ঘটনায় গত ১৮ ডিসেম্বর নিহতের চাচা হাফিজুর রহমান বটু ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২৭ জনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত একজন আসামি ছাড়া ঘটনার সাথে জড়িত আর কাউকে আটক করতে পারেনি।