প্রশাসনের অনুমতি না মেলায় কর্মী সম্মেলন করতে পারেনি বাগেরহাট জেলা মহিলাদল

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে প্রশাসনের অনুমতি না মেলায় কর্মী সম্মেলন করতে পারেনি জেলা মহিলাদল। বিএনপির দুই গ্র“পে সংঘর্ষ হওয়ার আশঙ্কা থাকায় প্রশাসনের পক্ষ থেকে এই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। বাগেরহাট জেলা প্রশাসনের জুডিসিয়াল মুন্সিখানা থেকে জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি শিরিন আক্তারকে চিঠি দিয়ে অনুমতি না দেওয়ার এই কারণ জানানো হয়। ওই চিঠিতে বলা হয়, বিএনপির অস্থায়ী কার্যালয়ে পুনরায় দুই গ্রুপের রক্ষক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। যার কারণে সম্মেলন অনুষ্ঠানের অনুমতি প্রদান করা সম্ভব হলো না। বাগেরহাট জেলা মহিলাদল সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর সকালে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে মহিলাদলের কর্মী সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশে কেন্দ্রীয় মহিলাদলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেত্রীবৃন্দের উপস্থিত থাকার কথা ছিল। বাগেরহাট জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি শিরিন আক্তার বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মী সম্মেলন করার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। এজন্য প্র্রশাসনের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে অনুমতি প্রদান সম্ভব নয় বলে জানানো হয়। আসলে একটা জনপ্রিয় রাজনৈতিক সংগঠনের কর্মী সম্মেলনের অনুমতি না দেওয়াটা অগণতান্ত্রিক কাজ। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।