সুন্দরবনের জেলেদের মাঝে শীতবস্ত্র, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন কোস্টগার্ড মহাপরিচালক

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ মুজিববর্ষ উপলে সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের জেলেদের মাঝে শীতবস্ত্র, লাইফ জ্যাকেট ও স্বাস্থ্য সুরা সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ কোস্টগাডের্র মহাপরিচালক রিয়ার এডমিরাল এম. আশরাফুল হক। গত বুধবার দুপুরে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে কোস্টগার্ডের পশ্চিম জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিবুল আলমের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি রিয়ার এডমিরাল এম. আশরাফুল হক জেলেদের হাতে এসব সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন এম হামিদুল ইসলাম, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস. এম আতাউল হক দোলন, কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, শ্যামনগর থানা পুলিশের ওসি নাজমুল হুদা প্রমুখ। বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক বলেন, সুন্দরবনের সুরা ও বনদস্যু মুক্ত করতে কোস্টগার্ডের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সাথে জেলে বাওয়ালদের জীবন-জীবিকা নিরাপদের জন্য কোস্টগার্ড সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, আগামীতেও এই তৎপরতা অব্যাহত থাকবে।