নুসরাত ফারিয়ার প্রতিবাদ

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত চৌকস বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ সরকার। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। এবার সেই তালিকায় নাম লেখালেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি অন্তর্জালে ফারিয়া লিখেছেন, আপনাদের মনে থাকার কথা, ২০০০-২০০৪ সাল পর্যন্ত চলচ্চিত্রের জন্য দুর্বিষহ সময় ছিল। যখন চলচ্চিত্রে ছিল অশ্লীলতাপূর্ণ। অশ্লীল নায়ক-নায়িকারা ছিলেন সেলিব্রিটি আর সুস্থ ধারার শিল্পীরা ছিলেন নির্বাসিত। চলচ্চিত্র শিল্পী হিসেবে সে সময়ের কথা চিন্তা করলে এখনো আমার গা শিউরে ওঠে।
আমি তখন চলচ্চিত্রে ছিলাম না, কিন্তু আমি জানি আমার সিনিয়র শিল্পীরা কী দুর্বিষহ সংগ্রামের মধ্যদিয়ে গিয়েছেন সে সময়! সেই জায়গা থেকে আজ একটি অশ্লীলতাহীন চলচ্চিত্র পরিবেশ নিশ্চিত করা র‌্যাব’র কৃতিত্ব, চলচ্চিত্রকে অশ্লীলতামুক্ত করে হাজার হাজার সুস্থ ধারার শিল্পীর মুখে হাসি ফিরিয়ে দিয়েছে। এই অভিনেত্রী আরও যুক্ত করেছেন, আর জঙ্গিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, মাদকের বিরুদ্ধে অভিযান আমি আর না-ই বা বললাম। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি র‌্যাব’র পাশে আছি এবং থাকবো। নাগরিক হিসেবে আমি র‌্যাব’র ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদ করি। সম্প্রতি র‌্যাব’র তত্ত্বাবধানে ‘অপারেশন সুন্দরবন’- শিরোনামে একটি সিনেমায় অভিনয় করেছেন এ নায়িকা।