অপেক্ষার অবসান: আগামীকাল আসছে মনির খানের ‘অঞ্জনা’ সিরিজের নতুন গান

0
দীর্ঘ ক্যারিয়ারের ধারাবাহিকতায় ‘অঞ্জনা ২৬’ গানের পোস্টার শেয়ার করলেন শিল্পী ।। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক ॥ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শ্রোতাদের নতুন গান উপহার দেওয়ার ঘোষণা দিলেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক২৪’-এ প্রকাশিত হতে যাচ্ছে ‘অঞ্জনা’ সিরিজের নতুন গান ‘অঞ্জনা ২৬’।

নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ জানুয়ারি এই সিরিজের গান প্রকাশ করেন মনির খান। তবে চলতি বছরের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত শোকের কারণে গানটি প্রকাশ স্থগিত রাখা হয়েছিল। সেই শোক কাটিয়ে নতুন উদ্যমে গানটি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন শিল্পী।

নতুন এই গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত গীতিকার মিল্টন খন্দকার। রাজধানীর বিভিন্ন নান্দনিক লোকেশনে গানটির মিউজিক ভিডিও চিত্রায়িত হয়েছে। গানটি প্রসঙ্গে মনির খান বলেন, “অঞ্জনার জন্য শ্রোতাদের আলাদা আবেগ রয়েছে। এবারও একটি চমৎকার কাজ হয়েছে। সবাই গানটি কীভাবে গ্রহণ করবেন, সেই অপেক্ষায় রয়েছি।” কয়েক দশকের ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই শিল্পী এবারও ‘অঞ্জনা ২৬’ নিয়ে বেশ আশাবাদী।