শার্শার কায়বায় নৌকা প্রতীকের কর্মীদের হামলায় বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত, আহত ১০

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার কায়বা বাজারে শনিবার রাতে নৌকা প্রতীকের কর্মীদের হামলায় বিদ্রোহী প্রার্থীর ‘আনারস’ প্রতীকের এক কর্মী নিহত হয়েছেন। এ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বাজারে নির্বাচনী প্রচারণায় যাওয়ার কারণে এ হামলার ঘটনা ঘটে। নিহত কুতুব উদ্দিন (৪৫) কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের মহিউদ্দিনের পুত্র। এ ঘটনায় আহতদের মধ্যে ৬ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন, রুদ্রপুর গ্রামের আইউব আলীর পুত্র মন্টু (৪৫), আশরাফ আলীর পুত্র ইউনুস আলী (৪০), ফকির চানের পুত্র আলাউদ্দিন (৫০), শাহাবুদ্দিন (৩৮) ও আরশাদ আলী। আরশাদ আলী ও শাহাবুদ্দিন নিহত কুতুব উদ্দিনের আপন ভাই।
আরশাদ আলী জানিয়েছেন, কায়বা ইউনিয়নে সরকার দলীয় ‘নৌকা’ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী ‘আনারস’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন আলতাফ হোসেন। আহতরা সকলেই ‘আনারস’ প্রতীক কর্মী-সমর্থক। আরশাদ আলী জানিয়েছেন, রাত সাড়ে ৬টার দিকে তারা কায়বা বাজারে যান। তখন নৌকা প্রতীক কর্মী-সমর্থকরা এসে বলে তোরা বাজারে এসেছিস ক্যান ? একথা বলে তারা লাঠি-সোটা ও কোদাল নিয়ে ৪০/৫০ জন জোটবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৭ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে কুতুব উদ্দিন মারা যান। আহত অপর ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির হোসেন জানিয়েছেন, মাথার পিছনে আঘাত লেগেছে কুতুব উদ্দিনের। এ জন্যে ইন্টারনাল ব্লিডিং হয়েছে। যে কারণে তার মৃত্যু হয়েছে।