শ্রীলঙ্কায় ফেরিডুবিতে হতাহতের জেরে এমপির বাড়ি ভাঙচুর

0

লোকসমাজ ডেস্ক॥ শ্রীলঙ্কার পূর্ব উপকূলীয় শহর কিন্নিয়ায় একটি ফেরি ডুবে চার শিক্ষার্থীসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন। এ দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্যের (এমপি) বাড়িতে হামলা চালান ও ব্যাপক ভাঙচুর করেন। লঙ্কান গণমাধ্যম ডেইলি মেইলের খবর অনুসারে, মঙ্গলবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সকালে কিন্নিয়ার কুরিঞ্জঙ্কারনি জলাশয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে যায়।
স্থানীয় পুলিশের মুখপাত্র এসএসপি নিহাল থালডুয়া জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক নারী, তার ছয় বছরের ছেলে ও তিন বছরের মেয়ে রয়েছে। এছাড়া একই পরিবারের দুই মেয়ে ও ৭০ বছর বয়সী আরও এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। জীবিত উদ্ধার করা লোকদের কিন্নিয়া ও ত্রিনকোমালির হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্নিয়া হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে চার বালক ও পাঁচ বালিকা রয়েছে। এছাড়া ত্রিনকোমালি হাসপাতালের আইসিইউতে রয়েছে ছয় বছর বয়সী এক শিশু। ফেরিডুবির পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে লঙ্কান নৌবাহনী ও পুলিশ। কিনিয়ার কুরিঙ্গাঙ্কারনি সেতু মেরামতের কাজ চলার কারণে ফেরিটি মানুষ পরিবহনে ব্যবহার করা হচ্ছিল। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর থেকে কিন্নিয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উন্নয়নকাজ চলার সময় এ ধরনের দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি অভিযোগে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরে স্থানীয় সংসদ সদস্য এম এস তৌফিকের বাড়িতে হামলা চালায় কয়েকজন। এতে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।