যে কারণে বিজেপি সমর্থক হয়েও ইন্দিরাকে পছন্দ কঙ্গনার

0

লোকসমাজ ডেস্ক॥ একের পর এক বিতর্কিত মন্তব্য করে খবরে থাকতে জুড়ি নেই বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। কিছুদিন আগেই পদ্মশ্রী হাতে পেয়েছেন। তার পরদিন এক বক্তব্যে ভারতের স্বাধীনতা নিয়ে কথা বলে হইচই ফেলে দেন। সাধারণ মানুষের পাশাপাশি তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক নেতা-কর্মীরাও। অনেকে কঙ্গনার পদ্মশ্রী সম্মাননা কেড়ে নেয়ার দাবিও তুলেছেন। এবার অভিনেত্রী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে নিয়ে মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিলেন। তিনি বলেন, নিজের জীবনের বিনিময়ে খালিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে চরম সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্দিরা গান্ধী। তার মতে যদিও ইন্দিরার কারণে দেশকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, তবুও তিনি খালিস্তানিদের মশার মতো মেরেছিলেন। বিজেপি সমর্থক কঙ্গনা এজন্য ইন্দিরার প্রতি মুগ্ধ বুঝাই গেল।
কঙ্গনার আগামী ছবির নাম ‘ইমারজেন্সি’। এই ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাকে। নিজের ছবির প্রচারণা করতেই ইন্দিরা গান্ধীকে নিয়ে কথা বললেন তিনি। তবে ইনস্টাগ্রামে ‘ইন্দিরা’ নামটি উচ্চারণ করেননি কঙ্গনা। বলেন, ‘তিনি খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের গুড়িয়ে দিয়েছিলেন।’ কঙ্গনা লেখেন, ‘খালিস্তানি জঙ্গিরা আজ ফের মাথা তুলতে শুরু করেছে। কিন্তু একজন মহিলাকে ভুলে গেলে চলবে না। তিনি একমাত্র মহিলা প্রধানমন্ত্রী… জিস নে ইনকো আপনি জুতি কে নিচে কুচল দিয়া থা। তার জন্য এই দেশকে কতখানি অস্বস্তিতে পড়তে হয়েছে, সেটা বড় কথা না, কিন্তু নিজের জীবনের বিনিময়ে ওদের মশার মতো মেরেছিলেন।’ কঙ্গনা আরও লেখেন, ‘এক যুগ পরেও তার নামে কাঁপে খালিস্তানি জঙ্গিরা… সেই ভয় কাটাতে ওদের একজন গুরুর প্রয়োজন।’