হামাসকে সন্ত্রাসী তালিকাভুক্ত করবে যুক্তরাজ্য

0

লোকসমাজ ডেস্ক॥ দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ পশ্চিম তীরের শাসক দল হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করবে যুক্তরাজ্য। শুক্রবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এ ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে প্যাটেল বলেছেন, ‘হামাসের উল্লেখযোগ্য সন্ত্রাসী ক্ষমতা রয়েছে, যার মধ্যে রয়েছে ব্যাপক ও অত্যাধুনিক অস্ত্রভান্ডার, সন্ত্রাসী প্রশিক্ষণ সুবিধা। তাই আজ আমি হামাসকে সম্পূর্ণরূপে নিষিদ্ধের পরামর্শ দিতে কাজ করেছি।’ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ব্রিটিশ সন্ত্রাসবাদ আইনের অধীনে হামাসকে নিষিদ্ধ করা হবে। কেউ হামাসের প্রতি সমর্থন জানালে, দলটির পতাকা উড়ালে বা হামাসের জন্য সভা আয়োজন করলে আইন ভঙ্গ করা হবে। প্রীতি প্যাটেল আগামী সপ্তাহে হামাসকে নিষিদ্ধের প্রস্তাবটি পার্লামেন্টে উপস্থাপন করবেন। হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। ফিলিস্তিনকে ইসরায়েলি দখল থেকে মুক্ত করার লক্ষ্য নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। যুক্তরাজ্য এর সামরিক শাখা ইজ আল দিন কাসিম ব্রিগেডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে রেখেছে।