দৌলতপুর ও খানজাহান আলী থানায় লিফলেট বিতরণ: সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পাচ্ছে বলেই তাঁর চিকিৎসা নিয়ে গড়িমসি করছে: মঞ্জু

0

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো না। তাকে ধুঁকে ধুঁকে মারার ষড়যন্ত্র হচ্ছে। সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পাচ্ছে বলেই তাঁর চিকিৎসা নিয়ে নানা গড়িমসি করছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট অভিযোগে কারাদ- দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে একটা মামলায় যদি সাজা দেয়া হয়, হাইকোর্ট সে মামলা থেকে আরেকটু সহানুভূতিশীল হয়ে সাজা কমিয়ে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো, বেগম জিয়াকে হাইকোর্ট নিজেই ৫ বছর সাজা বাড়িয়ে দিয়েছেন। হত্যা মামলার আসামি বিদেশ গিয়ে বসে থাকে, অথচ বেগম জিয়াকে চিকিৎসাও করতে দেওয়া হচ্ছে না। গণবিচ্ছিন্ন সরকারের হটকারী সিদ্ধান্ত ডিজেল, পেট্রোল, গ্যাস ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় মাসব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে খানজাহান আলী থানা ও বিকেলে দৌলতপুর থানায় লিফলেট বিতরণের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
খানজাহান আলী থানা এলাকায় লিফলেট বিতরণকালে তার সাথে ছিলেন থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর সিনিয়ির যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শুকুর, মেহেদী হাসান দিপু, শেখ মতিয়ার রহমান, শেখ আলমগীর হোসেন, মুন্সি আব্দুর রব, আশরাফ হোসেন, অধ্যাপক শফিকুল আলম মুন্সি, মিনা মুরাদ হোসেন, মো. জামাল হোসেন প্রমুখ। অপর দিকে দৌলতপুর থানা এলাকায় লিফলেট বিতরণকালে তার সাথে ছিলেন শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মো. সিরাজুল হক নান্নু, লিয়াকত হোসেন লাভলু, বেলায়েত হোসেন, শরিফুল আনাম, মাসুদ রানা ডাবলু, আবুল কালাম শিকদার, শেখ আছাদুজ্জামান আছাদ প্রমুখ। -বিজ্ঞপ্তি