বেনাপোল সীমান্তে ভারতে পাচারের সময় ১২টি সোনার বারসহ আটক ২

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ১২টি (১ কেজি ৪০০ গ্রাম) সোনার বারসহ দুই সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি। ভারতে পাচারের সময় লিটন মিয়া ও শাহাজান মণ্ডল নামে ওই দুই পাচারকারীকে আটক করেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে পুটখালীর মসজিদ বাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ২১বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্নেল মনজুর-ই-এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পুটখালী মসজিদ বাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে মোটরসাইকেলসহ লিটন মিয়া (২৮) ও শাহজাহান মণ্ডলকে (৩২ আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১.৪০২ কেজি ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য-৯০ লাখ ৪০ হাজার ৭৭৮ টাকা বলে বিজিবি জানায়। আটককৃতদের বাড়ি পুটখালি গ্রামে। মালামালসহ আটকদের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।