মায়ের ওপর অভিমান করে অভয়নগরে স্কুলছাত্রীর আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলার পোড়াখালী গ্রামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মায়ের ওপর অভিমান করে গত বুধবার বিকেলে হালিমা খাতুন (১১) নামে ওই স্কুলছাত্রী ঘরের ভেতর ফ্যানের হুকের সাথে গলায় ফাঁস দিলে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করেছে। হালিমা খাতুন পোড়াখালী গ্রামের আব্দুল জলিল বিশ্বাসের কন্যা। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।
তার আত্মীয় ছাকিরা বেগম জানিয়েছেন, আবহাওয়া ঠান্ডা থাকায় হালিমা খাতুনকে তার মা রেশমা বেগম দুপুরে গোসল করতে বলেন। পরে বিকেল ৪টার দিকে গোসল না করায় মা রেশমা খাতুন তাকে বকা দেয় এবং পুকুরে নিয়ে জোরপূর্বক গোসল করিয়ে দেয়। পরে হালিমা খাতুন ঘরে এসে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিলে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে অভয়নগরের পাথালিয়া পুলিশ ক্যাম্পের এসআই মো. শামছুর রহমান সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠান।