যশোরে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা তুহিন র‌্যাবের হাতে আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চুড়িপট্টির একটি দোকানে কর্মচারীর কাছে চাঁদা দাবির অভিযোগে ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক তুহিন হোসেনকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, গত সোমবার তুহিনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন চুড়িপট্টির বিপি স্টোরের একজন কর্মচারীর কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় দোকান মালিক সাজ্জাদ হোসেন গতকাল মঙ্গলবার তার বিরুদ্ধে থানায় মামলা (নং-৪৭) করেছেন। এই মামলায় আটক হয়েছেন তুহিন হোসেন। এদিকে র‌্যাব-৬ সিপিসি যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শহরের আশ্রম রোডে অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি তুহিন হোসেনকে আটক করেছেন তারা। আটক তুহিন হোসেন ওই এলাকার আব্দুল জলিলের ছেলে। পরে তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক তুহিন হোসেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের আহবায়ক।