ইনভেরিয়েন্টের ব্যাংক হিসাব জব্দ কেন নয়: হাইকোর্ট

0

লোকসমাজ ডেস্ক॥ ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের যতো ব্যাংক হিসাব রয়েছে তা জব্দের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ইনভেরিয়েন্টের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তফা আলীসহ সংশ্লিষ্টদের বিদেশে যাওয়ার বিষয়ে কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না তাও জানতে চাওয়া হয়। ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করা হয়। কারণ ইনভেরিয়েন্টের অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করে আসছিল ধামাকা শপিং। রুলের জবাব দিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের। পণ্য বিক্রির জন্য ১৩০ জন সার্ভিস প্রোপ্রাইটারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। আদালতে রিট আবেদনকারী ১৩০ জনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ আল আসাফুর আলী রাজা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের কাছে ৭০ কোটি টাকা ফিরে পাওয়ার দাবিতে গত সপ্তাহে রিটটি করা হয়।