ভিকারুননিসার সেই শিক্ষককে পুনর্বহালের আদেশ স্থগিত

0

লোকসমাজ ডেস্ক॥ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির ঘটনায় চাকরিচ্যুত রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র পালকে চাকরিতে পুনর্বহালের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে পুর্নবহাল করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। সোমবার (১৫ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, ভিকারুননিসার ফেসবুক মেসেঞ্জার গ্রুপে হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির ঘটনায় গত ২০ অক্টোবর প্রতিষ্ঠানটির গর্ভনিংবডি সর্বসম্মতিক্রমে জগদীশ চন্দ্র পালকে চাকরি থেকে অপসারণ (পূর্ণাঙ্গ অর্থনৈতিক সুবিধাসহ) করেন। গত ২ নভেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গর্ভনিংবডির এই সিদ্ধান্ত স্থগিত করে জগদীশ চন্দ্র পালকে চাকরিতে পুনর্বহাল করেন। পরে গত ৭ নভেম্বর জগদীশ চন্দ্র পালকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। একইসঙ্গে তাকে পুনর্বহালে বোর্ডের আদেশও চ্যালেঞ্জ করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আজ এই আদেশ দেন হাইকোর্ট।