সড়কে নেমেছে গণপরিবহন

0

লোকসমাজ ডেস্ক॥ সাভারের সড়ক-মহাসড়কে গণপরিবহন চলতে শুরু করেছে। রোববার (৭ নভেম্বর) বিকেল থেকে সড়কে বিভিন্ন ধরনের যানবাহন দেখা গেছে। এসব গণপরিবহনের বেশিরভাগই আঞ্চলিক। সরেজমিন ঢাকা-আরিচা, আব্দুল্লাহপুর-বাইপাইল ও নবীনগর-চন্দ্রা সড়ক-মহাসড়কে দেখা যায়, উপজেলার সব রুটে চলছে গণপরিবহন। বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীদের নিয়ে গন্তব্যে ছুটছে বাসগুলো। তবে উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গগামী যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। মমিনুল নামের সাভার পরিবহনের এক যাত্রী অভিযোগ করেন, পাঁচ টাকার ভাড়া ১০ টাকা দিলেও বাস কর্তৃপক্ষ ২০ টাকা দাবি করেন। তাদের দাবিকৃত টাকা না দেয়ায় পরিবহন শ্রমিকদের সঙ্গে তার বিতণ্ডা হয়েছে। একই বাসের যাত্রী নান্না শেখ অভিযোগ করেন, বাস চলে সিএনজিতে। তবুও তারা বেশি ভাড়া নিচ্ছে। সাভার পরিবহনের চালক আলমাস জানান, মালিকের নির্দেশেই ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তারা জানান, পথে পথে চাঁদা দিয়েই ধর্মঘটের মধ্যেও গাড়ি চালাতে হচ্ছে। তাই তারা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন। ঠিকানা পরিবহনের চালক মফিজ মিয়া বলেন, পেটের দায়ে গাড়ি চালাতে হচ্ছে। সাপ্তাহিক কিস্তি আর সংসার চালাতে এমনটা করতে হচ্ছে তাদের।