কৃষক দলের সভাপতিসহ ২১ বিএনপি নেতার আগাম জামিন

0

লোকসমাজ ডেস্ক॥ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশে সংঘর্ষের ঘটনায় করা মামলায় কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ ২১ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনের বিষয়ে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (৩ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দীন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ। আইনজীবী সৈয়দ নূরে আলম সিদ্দিকী বলেন, সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে গত ২৭ অক্টোবর রাতে রাজধানীর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করা হয়। ২৬ অক্টোবর সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে বের হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ওই মামলায় জামিন আবেদন করেন আসামিরা। সেই আবেদন শুনানি নিয়ে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ ২১ জনকে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।