শত প্রতিকূলতার পরও সত্য সুন্দরের পথে লোকসমাজের যাত্রা অব্যাহত থাকবে: অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক লোকসামজের ২৬তম বর্ষে পদার্পণ উপরক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, লোকসমাজ অন্যায় অসংগতির বিরুদ্ধে এবং সত্য সুন্দরের পক্ষে জনমত সৃষ্টির প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুর করেছিল। বিগত ২৫ বছরে এ পথ থেকে পত্রিকাটি একপাও সরে যায়নি। আগামীদিনেও শত প্রতিকুলতার মধ্যে লোকসমাজ তার যাত্রা অব্যাহত রাখবে। গতকাল ৩০ অক্টোবর সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, লোকসমাজের প্রতিষ্ঠাতা প্রকাশক তরিকুল ইসলাম আপদ মস্তক রাজনৈতিক এবং অসাম্প্রদায়িক চেতনা অধিকারী ছিলেন। তারপরও তিনি পত্রিকাটিকে কখনো দলীয় মুখপত্র বানাননি। সেই কমিটমেন্ট থেকে সকল রাজনীতি ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে লোকসমাজ গণমানুষের কথা লিখে চলেছে। এজন্যে নানা ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। নানাভাবে পত্রিকাটির কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। হুমকি-ধামকি এসেছে। তবু কোন রক্তচক্ষুর কাথে মাথানত করেনি লোকসমাজ। শত প্রতিকুলতার মধ্যেও সত্য সুন্দরের পথে অবিচল ছিল। আগামীদিনেও এ যাত্রা অব্যাহত থাকবে। তিনি বলেন, ১/১১ কঠিন সংকটময় পরিস্থিতির মধ্যেও লোকসমাজের প্রকাশনা অব্যাহত ছিল। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে পত্রিকাটি পাঠকের কাছে সমদৃত হয়েছে। আগামী দিনেও পাঠকের চাহিদা মত সংবাদ প্রকাশে সচেষ্ট থাকতে হবে। কোন অপশক্তির কাছে মাথানত করে সত্য সুন্দরের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টুর সভাপতিত্বে ও বার্তা সম্পাদক শিকদার খালিদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন সিটি এডিটর রাজেক জাহাঙ্গীর, প্রধান প্রতিবেদক ও ইউনিট চিফ মোস্তফা রুহুল কুদ্দুস, স্টাফ রিপোর্টার মনিরামপুর এসএম মজনুর রহমান, নজরুল ইসলাম মল্লিক, (নওয়াপাড়া) মুকুরুল ইসলাম মিন্টু (চৌগাছা), প্রতিনিধি রিফাত রহমান, জিয়াউর রহমান, অশোক কুন্ডু, এমএ সবুর রানা, আলী আকবর টুটুল, শেখ মিনুরুল আলম মিঠু, সামসুল আলম খোকন, রুহুল আমিন, মনিরুল ইসলাম মনি, তরিকুল ইসলাম, আহম্মদ আলী শাহিন প্রমুখ।