অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য হলেন আলমগীর

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ এর ৬(৩)(ক) ধারা অনুসারে ইউজিসি কর্তৃক কাউন্সিলের খণ্ডকালীন সদস্য হিসেবে তিনি মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রফেসর আগামী দুই বছর অ্যাক্রেডিটেশন কাউন্সিলের খণ্ডকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর আলমগীর ২০১৯ সালে ইউজিসিতে পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ লাভ করেন। এর আগে তিনি কুয়েটের দুই মেয়াদে উপাচার্যের দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি ইউরোপভিত্তিক আন্তর্জাতিক বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল ওয়েস্ট ওয়ার্কিং গ্রুপের’ দক্ষিণ এশিয়ার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।