যশোর ২৫০ শয্যা হাসপাতাল পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আখড়ায় পরিণত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালের পরিত্যক্ত ভবনগুলো এখন মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। প্রতিদিন উঠতি বয়সী যুবক ও কিশোররা এসব ভবনের ভেতর লুকিয়ে মাদক সেবন করছে। ভবনগুলো ভাঙ্গার ব্যাপারে বারংবার মিটিং করা হলেও কাজের কাজ কিছুই হয় না।
সূত্র জানিয়েছেন, যশোর ২৫০ শয্যা হাসপাতাল দেশের অতি প্রাচীন। এ হাসপাতাল যখন চালু হয়, কর্মচারীদের বসবাসের জন্যে নির্মাণ করা হয় একাধিক কোয়ার্টার। চুন-সুরকি দিয়ে নির্মাণ করা ওইসব কোয়ার্টার বর্তমানে পরিত্যক্ত। ২০১১ সালে গণপূর্ত বিভাগ থেকে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর দীর্ঘ ১০ বছর পেরিয়ে গেছে। ভবন থেকে বসতি উঠিয়ে দেয়া হয়েছে। ভবনের ছাদসহ অংশবিশেষ ধসে পড়ছে। এসব ভবনে বিভিন্ন লতাগুল্ম জন্ম নিয়েছে। ভবনগুলো এখন মাদকসেবীদের আঁখড়ায় পরিণত হয়েছে। দিনের বেলায় কিশোর ও যুবকরা লাশের ঘর (মর্গ) দেখার নাম করে সেখানে যায় এবং চুরি করে মাদক সেবন করে। লক্ষ্মণ নামে এক ব্যক্তি গাঁজা, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে। লোকচক্ষুর আড়ালে থাকা ওই ভবনগুলোর ভেতরে বসে তারা নেশা করে। আবার রাতে মেয়েদের নিয়ে ফূর্তি করে তারা। ফলে, ভবনগুলো সাধারণ মানুষের কাছে বিষফোঁড়ায় পরিণত হয়েছে। শহরের উঠতি বয়সী তরুণ যুবকরা খুব সহজে এখানে এসে বিপথগামী হচ্ছে। হাসপাতালে পুলিশ রয়েছে। কিন্তু এ সব মাদকসেবীদের উচ্ছেদ কিংবা আটক করার ক্ষেত্রে কোন ভূমিকা রাখতে পারছে না। এদিকে, কয়েক বছরে বহুবার হাসপাতালে মিটিং হয়েছে পরিত্যক্ত ভবন ভেঙে ফেলার ব্যাপারে। কিন্তু ফলাফল বা সিদ্ধান্ত দীর্ঘ ১০ বছরেও কার্যকর হয়নি। এ ব্যাপারে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আরএমও ডা. মো. আরিফ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিদ্ধান্ত নেয়া হয়েছে। গণপূর্ত বিভাগকে চিঠি দেয়া হয়েছে। তারা খুব শিঘ্রই ভবন ভাঙবে বলে জানিয়েছেন।