জয়কে রাজ জ্যোতিষী করা হোক : মির্জা ফখরুল

0

লোকসমাজ ডেস্ক॥ দুই সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের বিপুল ভোটে জয়ী হওয়ার বিষয়ে সজীব ওয়াজেদ জয়ের ফেইসবুক স্টেটাস ভোটকে প্রভাবিত করবে বলে সমালোচনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার বিকালে ঢাকা দেিণ বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, সরকারি দলের বড় নেতা বা সরকারের কর্মকর্তা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যখন এ ধরনের কথা বলেন, তখন ‘ডেফিনেটলি’ তা ভোটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচন কমিশনসহ গোটা নির্বাচন ব্যবস্থার ওপর প্রভাব ফেলবে।
“আমার মনে হয় যে, প্রধানমন্ত্রীর চিন্তা করা উচিত যে, তাকে (সজীব ওয়াজেদ জয়) তার উপদেষ্টা হিসেবে রাখবেন নাকি ‘রাজ জ্যোতিষী’ হিসেবে তাকে নতুন নিয়োগ দেবেন।” বিএনপি মহাসচিব বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেও সজীব ওয়াজেদ জয় ভবিষ্যদ্বাণী করেছিলেন। সাধারণত যারা জ্যোতিষ তারা এ ধরনের ভবিষ্যদ্বাণী করে থাকেন। “আমরা মনে করি, তিনি ভোটের আগে এ ধরনের যে সব ভবিষ্যদ্বাণী করছেন সেগুলো গোটা নির্বাচনকে প্রভাবিত করছে।” প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে জয় ‘নিজের করা জরিপের’ উপর ভিত্তি করে ঢাকায় মতাসীন দলের দুই মেয়র প্রার্থীর জয়ের বিষয়ে বৃহস্পতিবার ফেইসবুকে একটি পোস্ট দেন। তাতে ঢাকা উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের পে ৫০ দশমিক ৭ শতাংশ মানুষ ও তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আওয়ালের পে ১৭ দশমিক ৪ শতাংশ মানুষের সমর্থন দেখানো হয়। অন্যদিকে ঢাকা দেিণ দলের প্রার্থী শেখ ফজলে নুর তাপসের পে ৫৪ দশমিক ৩ শতাংশ ও তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের পে ১৮ দশমিক ৭ শতাংশ ভোটারের সমর্থন তুলে ধরা হয়।