রেজা কিবরিয়া ও নুরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

0

লোকসমাজ ডেস্ক॥ ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নুরকে সদস্য সচিব করে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার ঢাকার পল্টনে এক সংবাদ সম্মেলন করে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে এই দলটির ঘোষণা দেয়া হয়, যেটির আহ্বায়ক কমিটিতে রয়েছেন ১০১ জন সদস্য। নুরুল হক নুর কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে খ্যাতি পান। পরে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন। তিনি ভিপি নুর বলেই সর্বাধিক পরিচিত। কোটাবিরোধী আন্দোলন করে আলোচনায় আসা সংগঠন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তিনি। আর রেজা কিবরিয়া মরহুম শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। একটি বোমা হামলায় নিহত শাহ এ এম এস কিবরিয়া আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। রেজা কিবরিয়া ২০১৮ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করেন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন। পরে ২০১৯ সালে তাকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়। গত ফেব্রুয়ারি মাসে গণফোরাম ছাড়ার ঘোষণা দেন ড. রেজা কিবরিয়া। নুরুল হক নুর ২০২০ সালের ডিসেম্বরে একটা রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন। গত বছর ২২ ডিসেম্বর ঢাকার পল্টন মোড়ে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত কালো পতাকা ও বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে এ কথা জানিয়েছিলেন তিনি নিজেই। তিনি সেই দলের নাম রেখেছিলেন ‘গণঅধিকার পরিষদ’।
সূত্র : বিবিসি