শার্শা ইউপি নির্বাচন : ১১ ইউপিতে দলীয মনোনয়নপত্র সংগ্রহ অর্ধশতাধিক আ.লীগ প্রার্থীর

0

মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর) ॥ শার্শা উপজেলার আসন্ন ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অর্ধশত চেয়ারম্যান প্রার্থী। ইতোমধ্যে অনেকে দলীয় প্রতীক নৌকা পেতে ঢাকায় অবস্থান করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সবাই সরকার দলীয়। সে ক্ষেত্রে তারা আবারো চেয়ারম্যান নির্বাচিত হতে নৌকা প্রতীক পেতে চান। তবে অনেক ইউনিয়নে নতুন মুখ আসতে পারে বলে অনেকে মনে করছেন। জানা গেছে, ডিহি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হোসেন আলী। তার বিপরীতে এবার ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান এ কে এম ফজলুল হক বকুল, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, ওবায়দুর রহমান ও আব্দুল জলিল । লক্ষণপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ারা বেগম। তার বিপরীতে নৌকা প্রতীক পেতে চান এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন, প্রফেসর গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য শামছুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা । বাহাদুরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান। তার বিপরীতে নৌকার প্রার্থী হতে চান আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান মফিজ, এনামুল হক মুকুল, বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমানের জামাই সফিউর রহমান। বেনাপোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বজলুর রহমান। বেনাপোল পৌরসভায় মামলা জটিলতার কারণে বেনাপোল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি অনেক দিন। বেনাপোল ইউনিয়নের সাধারণ মানুষ নির্বাচন চান। তাদের দাবী বেনাপোল ইউনিয়নে নির্বাচন হোক। পুটখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামান। তার বিপরীতে নৌকা প্রতীকের প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান আব্দুল গফফার সরদার, মুক্তিযোদ্ধাসন্তান প্রফেসর মোয়াজ্জেম হোসেন,সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন, আলাউদ্দিন আলা। গোগা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ। তার বিপরীতে নৌকা প্রতিকের প্রার্থী হতে চান ইউপি সদস্য তবিবর রহমান তবি, ফারুক হোসেন, মোতাহার হোসেন। কায়বা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু। তার বিপরীতে নৌকা প্রতীকের প্রার্থী হতে চান আলতাফ হোসেন, আব্দুল হাই। বাগআঁচড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। তার বিপরীতে নৌকা প্রতীকের প্রার্থী হতে চান এম এ খালেক, সফিক মাহমুদ, সাধন কুমার গোস্বামী ও আব্দুর রাজ্জাক। উলাশী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আয়নাল হক। তার বিপরীতে নৌকা প্রতীকের প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান শহিদুল আলম, তার ছেলে শাহিদুজ্জামান বিটন, ইউপি সদস্য তরিকুল ইসলাম মিলন, সাবেক ইউপি সদস্য সুলতান আহমোমদ বাদশা, ও হায়দার আলী গগন। শার্শা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সোহারাব হোসেন। তার বিপরীতে নৌকা প্রতীকের প্রার্থী হতে চান সাবেক ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, মোরাদ হোসেন, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, রুহুল কুদ্দুস ও মিজানুর রহমান মিজান, নিজামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তার বিপরীতে নৌকা প্রতীকের প্রার্থী হতে চান সাবেক চেয়ারম্যান মরহুম শামছুর রহমানের ছেলে সেলিম রেজা বিপুল, আশরাফুযল আলম বাটুল, আমিনুর রহমান। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র গ্রহণ,মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর এবং ভোট গ্রহণ ২৮ নভেম্বর।