যশোরে দু’টি মানববন্ধনে বিশিষ্টজনেরা: সাম্প্রদায়িক-সম্প্রীতির ঐতিহ্য ধ্বংস করতে দুষ্ট চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে

0

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রদায়িক-সম্প্রীতি নষ্ট, পূজামন্ডপে হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও গণতান্ত্রিক আইনজীবী সমিতি। গতকাল মঙ্গলবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে দড়াটানায় এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির আয়োজনে সকালে ঈদগাহ মোড়ে পৃথক দু’টি কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা বলেন, বাঙালির সাম্প্রদায়িক-সম্প্রীতি হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধ্বংস করতে কিছু দুষ্ট চক্র মাথা চাড়া দিয়ে উঠেছে। দুস্কৃতিকারীরা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালানোর পাশাপাশি তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। রাষ্ট্র চাইলে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস কেউ পাবে না। রাষ্ট্র এদের কঠোর হস্তে দমন করতে পারে। অতীতের এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটলেও তার সঠিক বিচার হয়নি। বক্তারা বলেন, সরকার চাইলে সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় থাকে না চাইলে সেটি বিনষ্ট হয়।


বক্তারা অবিলম্বে এদেরকে কঠোর হস্তে দমন করার জন্যে সরকারের কাছে আহ্বান জানান। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধনে বক্তব্য রাখেন- সভাপতি অধ্যাপক সুকুমার দাস, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু, উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস প্রমুখ। এদিকে, গণতান্ত্রিক আইনজীবী সমিতির মানববন্ধনে বক্তব্য রাখেন- সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সহ-সভাপতি কাজী ফরিদুল ইসলাম, আমিনুর রহমান প্রমুখ।