পিতা হত্যায় পুত্রের বিরুদ্ধে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের বিল্লাল হোসেন হত্যা মামলায় একমাত্র আসামি নিহতের ছেলে মানিক হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই কামাল হোসেন এই চার্জশিট দাখিল করেন। মামলার বিবরণে জানা গেছে, অভিযুক্ত মানিক হোসেন নিহতের প্রথম স্ত্রীর সন্তান। পিতা এবং পুত্র দুজনে অভয়নগরের নওয়াপাড়ায় কয়লার ডিপোতে শ্রমিকের কাজ করতেন। ২০২০ সালের ১৩ ডিসেম্বর মানিক হোসেন তার পিতা বিল্লাল হোসেনের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন। ২৫ ডিসেম্বর রাতে যশোরের গাইদগাছি গ্রামে তাদের বাড়িতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পিতা ও পুত্রের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই মানিক হোসেন ইট দিয়ে তার পিতার মাথার পেছনে এবং মুখে আঘাত করেন। এই ঘটনায় গুরুতর আহত হন বিল্লাল হোসেন। এসময় বিল্লাল হোসেনের দ্বিতীয় স্ত্রী রুনা বেগম প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ ডিসেম্বর দুপুরে মারা যান বিল্লাল হোসেন। এ ঘটনায় মানিক হোসেনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন নিহতের স্ত্রী রুনা বেগম। পুলিশ এই মামলার তদন্ত শেষে একমাত্র আসামি মানিক হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিটে অভিযুক্তকে পলাতক দেখানো হয়েছে।