কেশবপুরে মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভা

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ বৃহস্পতিবার যশোরের কেশবপুরে মানব পাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা ও মিডিয়ার ভূমিকা শীর্ষক সভা হয়েছে। উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও রাইটস যশোর এবং ঢাকা আহছানিয়া মিশনের বাস্তবায়নে কেশবপুর থানায় এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। প্রধান অতিথি ছিলেন কেশবপুর থানা পুলিশের ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী ও কেশবপুর থানা পুলিশের এসআই পিন্টু লাল দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম। কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন রাইটস যশোরের সমন্বয়কারী বাদশা মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসআই আজিজুর রহমান, এএসআই আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম স¤পাদক উৎপল দে, দপ্তর স¤পাদক মশিয়ার রহমান প্রমুখ।