চৌগাছায় সোনালী ব্যাংক থেকে গ্রাহকের লক্ষাধিক টাকা খোয়া

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় সোনালী ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে কোহিনুর বেগম নামে এক নারীর ১ লাখ ১১ হাজার টাকা খোয়া গেছে। এক প্রতারক ওই নারীর টাকা নিয়ে জমা দেওয়ার কথা বলে চ¤পট দিয়েছে। মঙ্গলবার বিকেলে সোনালী ব্যাংক চৌগাছা শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চৌগাছা থানায় কোহিনুর বেগম একটি অভিযোগ দিয়েছেন। কোহিনুর বেগম সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকেল তিনটার পরে তিনি ১ লাখ ১১ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যান। সেখানে কিভাবে টাকা জমা দিতে হয় সেটা প্যান্ট-সার্ট পরা এক ব্যক্তির কাছে জানতে চান। তখন ওই ব্যক্তি বলেন, আমার কাছে টাকা দেন, আমি জমা দিয়ে দিচ্ছি। তার কাছে টাকা দেয়ার কিছুক্ষণ পরে আর তাকে না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের জানাই। পরে চৌগাছা থানায় অভিযোগ দিই। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজেশ কুমারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হন। চৌগাছা থানার এসআই রাজেশ কুমার বলেন, ‘ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ লোকটিকে দেখা গেলেও তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’